chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় ২৮ বাচ্চা ভূমিষ্ট অজগরের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম চিড়িয়াখানায় ফের অজগর সাপের বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর ৬৭ দিনের মাথায় ৩১ টি ডিম থেকে ২৮টি বাচ্চা বের ভূমিষ্ট হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ তার ফেসবুকে ওয়ালে অজগর সাপের বাচ্চা ফোটানোর তথ্য দেন। পোস্টে তিনি সদ্য ভূমিষ্ট অজগর সাপের বাচ্চার ছবি সংযুক্ত করে দেন।

ফেসবুকে পোস্টে তিনি জানান, গত বছরের জুনে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানার হাতে তৈরি ইনকিউবেটরে ২৫ টি অজগরের সাপের বাচ্চা ফুটানো হয়। যা পরবর্তীতে বন্য পরিবেশে ছাড়া হয়। গতকাল মঙ্গলবার (২২জুন) ২৮ টি অজগরের সাপের বাচ্চা ফুটে। বর্তমানে চিড়িয়াখানাটিতে ২২ টি বড় অজগর রয়েছে।

প্রাকৃতিক ও মনোরম পরিবেশে পাণী সংরক্ষণ ও বিচণের ব্যবস্থা করে আসছে চিড়িয়াখানায় কর্তৃপক্ষ। মানুষের বিনোদন এবং জীব সংরক্ষণের চিড়িয়াখানাটিকে বৃহদ পরিসরে মনোরম পরিবেশ সাজানো হয়েছে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর
Loading...