chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২৩৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

ডেস্ক নিউজ: চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, থেমে নেই মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় মৃত্যু হয় আরো ৩ জনের। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬৫ জনে।

বুধবার (২৩ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।

জানা গেছে, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭১ জনের নমুনা পরীক্ষায় ২৩৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৪৫ ও উপজেলার ৯১ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে আটজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...