chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে বুধবার থেকে এক সপ্তাহের লকডাউন

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২২জুন) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনি আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।

বুধবার (২৩ জুন) থেকে শুরু হওয়া এক সপ্তাহের লকডাউন চলবে ৩০ জুন (বুধবার) পর্যন্ত।

এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টলার খবরকে বলেন, বুধবার (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত সীমিত আকারে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা আরও বৃদ্ধি করা হতে পারে।

জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সায়েদুল আরেফিন চট্টলার খবরকে বলেন, এমন খবর আমি শুনেছি। তবে সিদ্ধান্তের কোনো চিঠি আমার কাছে আসেনি।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...