chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আ. লীগের কিছু সাংগঠনিক দুর্বলতা চোখে পড়েছে: হানিফ

ডেস্ক নিউজ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, টানা ১২ বছর ক্ষমতায় থাকার কারণে অনেক নেতা-কর্মীদের মধ্যে আয়েশি মনোভাব চলে এসেছে।

‘তাই সারা দেশে আওয়ামী লীগের কিছু সাংগঠনিক দুর্বলতা চোখে পড়েছে। সংগঠনকে শক্তিশালী করতে প্রতি তিন বছর পর পর সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজানো হচ্ছে।’

আজ রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার কারণে সংগঠন দুর্বল বা সবল তা বুঝা যাচ্ছে না। যার কারণে সংগঠনের দিকে সবার নজর একটু কম। অনেক জেলায় ১৫ থেকে ২০ বছর একই কমিটি।

সংগঠনকে শক্তিশালী করতে জেলা পর্যায়ের সম্মেলনের উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছি। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা সম্মেলন করবো।

প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন আগামি ডিসেম্বরের মধ্যে করতে চাই। সেটা করলে আপনাদের মধ্যে অনেক নেতা আছেন। যারা যথাযথ মূল্যায়ন বা পদোন্নতি পাননি, তারা মূল্যায়ন পাবেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর