chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার মধ্যেই ২০৪ ইউপিতে ভোটযুদ্ধ কাল

ডেস্ক নিউজ: পাঁচ বছর পর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মহামারি করোনা ও বর্ষা মৌসুম চলাকালেই দেশের ২০৪টি ইউপিতে ভোটযুদ্ধ শুরু হচ্ছে আগামীকাল।

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল সোমবার (২১ জুন) ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে দেশের ১৩টি জেলার ৪১টি উপজেলার ২০৪টি ইউনিয়নের ভোটাররা সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন।

একইদিনে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন এবং ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার রাত ১২টা থেকে শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ভোটের শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনী এলাকায় শুরু হয়েছে টহল।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, প্রথম ধাপে ২০টি ইউপিতে ইভিএম ভোট হবে। বাকি ১৮৪টিতে ব্যালটে ভোটগ্রহণ চলবে।

ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, ২০৪ ইউপিতে ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৩৬টি। আর মোট ভোট কক্ষের সংখ্যা ১০ হাজার ২৬০টি।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলার পাশাপাশি উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং হিসেবে কাজ করবেন।

নির্বাচনে মোবাইল পুলিশ ২০৪ জন, স্ট্রাইকিং পুলিশ ৭৪ জন, র‌্যাবের টিম ১২৪টি, বিজিবি ১২৩ প্লাটুনসহ মোট ৫০৮৮টি ফোর্স মোতায়েন থাকবে।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৯৩ জন এবং ৪১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারের সংখ্যা ১২ হাজার ২০৭ জন। আর পোলিং অফিসারের সংখ্যা ২০ হাজার ৫২০ জন।

২০৪টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে ভোট হবে ১৭৬টিতে। কারণ এরই মধ্যে ২৮টি ইউপিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ইসি সূত্র জানায়, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ৮৫৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০৪টি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে দুই হাজার ১৫৪ জন এবং সাধারণ সদস্য পদে ছয় হাজার ৯৬০ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর