chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ১০ গুণ

আমেরিকায় গত এক সপ্তাহ আগে যে পরিমাণ মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল এক সপ্তাহ পরে এসে সে সংখ্যা এখন ১০ গুণ হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আমেরিকায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। তবে এই সংখ্যা ও প্রকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আমেরিকায় যে সমস্ত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তার মধ্যে ১৮ হাজার ২০০ ব্যক্তির অবস্থা গুরুতর। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় আমেরিকার ভাইরাস সংক্রমিত রোগের তথ্য সংরক্ষণ করছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ মার্চ পর্যন্ত আমেরিকায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৯৭২ জন এবং তার মধ্যে মারা গেছে ৭২৮ জন। এক সপ্তাহ আগে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল পাঁচ হাজার। এখন সে সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, করেনোভাইরাসে সংক্রমিত রোগের চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামাদির অভাবের কারণে সবাইকে পরীক্ষা করা যাচ্ছে না। ফলে ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা প্রকৃতপক্ষে কত তা নিশ্চিত হওয়া যায় নি । এ কারণে মনে করা হচ্ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা আরো অনেক বেশি।

 

এই বিভাগের আরও খবর