chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে।এসময় নতুন করে ১৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

শনিবার (১৯ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে ৯৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে নগরী ৯১ জন এবং উপজেলায় ৬৬ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত হয়েছে ৫৫ হাজার ৮৪৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৬৫৬ জন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের , বাংলাদেশ অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা পাওয়া গেছে। ইমপেরিয়াল হাসপাতাল ল্যাব ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে । জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল), এপিক হেলথ কেয়ার ল্যাব এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর