chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আটকে রেখে পতিতাবৃত্তি: আটক ৬

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব, অসহায়, এতিম নারী ও শিশুদের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে শহরে এনে ভাড়া বাসায় আটক করে জোরপূর্বক পতিতাবৃত্তি করানো হচ্ছে।

গোপনে এমন তথ্য পেয়ে নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় সাড়াশি অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৭ এর বিশেষ টিম।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে একটা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত এ সাঁড়াশি অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই নারীসহ ৬ সদস্যকে আটক করতে সক্ষম হয়। তাছাড়া ৪ জন নারী ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব।

আটককৃতরা হলেন, মো. বাবুল (৫০), মো. নয়ন (৩২), মো. শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০) ও সালমা বেগম (২৫)।

আজ শুক্রবার (১৮ জুন) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

তিনি বলেন, আটককৃতরা পরস্পরের যোগসাজশে গরিব-অসহায়-এতিম নারী ও শিশু ভিকটিমদের আটকে রেখে তাদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করায়। তাছাড়া অর্থের বিনিময়ে তাদের একজন আরেকজনের কাছে এসব ভিকটিমদের বিক্রি করে থাকে।

স্থানীয় অনেকের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ এ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। ৪ ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর