chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে বাসের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: নগরীতে বাসের ধাক্কায় নারী-শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ইপিজেড থানাধীন স্টিলমিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন- রেজাউল করিম (২৪), আরেফা বেগম (৪৫) ও তার ভাতিজি আয়শা আকতার মিম (৮)।

আরেফা ও মিমের বাড়ি পতেঙ্গার খাল পাড় স্টিল মিল এলাকায় এবং রেজাউলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাস ও বাসচালককে আটক করেছে।

ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, স্টিলমিল বাজার এলাকা থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় রিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এ ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...