chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে ঘর পাচ্ছে ৪৭ পরিবার  

নিজস্ব প্রতিবেদক: ‘‘মুজিব বর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে বোয়ালখালীতে ভূমিহীন ও গৃহহীন ৪৭ পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর প্রদান করা হচ্ছে।

আগামী ২০ জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে আজ শুক্রবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলা হল রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানান, বোয়ালখালীতে সরকারি অর্থায়নে ১ম পর্যায়ে ২০টি, ২য় পর্যায়ে ২০টি ও ব্যক্তিগত অর্থায়নে ৭টি ঘর তৈরি করা হয়েছে।

আগামী ২০ জুন ভূমিহীন ও গৃহহীন ৪৭টি পরিবারকে এসব ঘর নামজারী খতিয়ানসহ বুঝিয়ে দেওয়া হবে।

তিনি জানান, বোয়ালখালীতে ২৯৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে ঘর প্রদান করা হবে।

২০ জনু সকাল ১০টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বহলপুর গ্রামে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সংযুক্ত হবেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর