chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২২২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

ডেস্ক নিউজ: চট্টগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ২২২ জনের।

শুক্রবার (১৮ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

জানা গেছে , গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...