chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৈরিতা বা আত্মঘাতী সমালোচনা প্রতিপক্ষকে ইন্ধন দেবে: নাছির

নিজস্ব প্রতিবেদক: বৈরিতা বা আত্মঘাতী সমালোচনা প্রতিপক্ষকে ইন্ধন দেবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

আজ বৃহস্পতিবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ২০ ও ২১ জুন কেন্দ্রীয় আওয়ামী লীগের দুদিনব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

আ জ ম নাছির বলেন, আমাদের মধ্যে প্রথম শর্ত দলকে সুসংগঠিত করা। বৈরিতা বা আত্মঘাতী সমালোচনা প্রতিপক্ষকে ইন্ধন দেবে।

তিনি বলেন, ২০ ও ২১ জুন অনুষ্ঠেয় কেন্দ্রঘোষিত মতবিনিময় সভায় মাননীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, দিদারুল আলম, মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ডা. মো. আফছারুল আমীন, সাংসদ এমএ লতিফ সহ সংশ্লিষ্ট থানা এবং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়করা উপস্থিত থাকবেন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা শফর আলী, শেখ মো. ইছহাক, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...