chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাঁদা না পেয়ে অপহরণ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: ফুটপাতে চাঁদাবাজি করে আসা মুন্না বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে নগরের আগ্রাবাদ কমার্স কলেজ রোডের পরিত্যক্ত প্রাথমিক শিক্ষা ভবনের নিচ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক ডবলমুরিং থানার মোগলটুলি হাজী ইয়াছিন আলী লেইনের জাকিরুল হকের ছেলে।

পুলিশ জানায়, রিফাত আগ্রাবাদ বাদামতলী মোড়ের ফুটপাতে ব্যবসা করতেন। তার কাছে চাঁদা দাবি করে আসছিল মুন্না বাহিনী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপহরণ করা হয়।

প্রথমে তার কাছ থেকে ২০ হাজার টাকা ও মুঠোফোন কেড়ে নেয়া হয়। এরপর পরিবারের কাছ থেকে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। রিফাতের পরিবারের অভিযোগের পর অভিযানে নামে পুলিশ।

জানা গেছে, মুন্না বাহিনীর সদস্যরা চাঁদা দিতে অস্বীকার করলেই অপরহরণ করতো। অপহরণের পর পরিবারকে চাপে ফেলে মুক্তিপণ দাবি করতো।

এ গ্রুপের পাঁচ সদস্য আগ্রাবাদ এলাকার ফুটপাতে চাঁদাবাজি করে আসতো। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর