chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগামী বছর স্মার্টওয়াচ আনছে ফেসবুক

প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আগামী বছরের শুরুতে বা মাঝামাঝি সময়ে স্মার্টওয়াচ নিয়ে আসতে পারে শীর্ষস্থানীয় এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

জানা গেছে, বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে ফেসবুক স্মার্টওয়াচটিতে। এরমধ্যে রয়েছে দুটি ক্যামেরা, হেলথ ও ফিটনেস ট্র্যাকার।

স্মার্টফোনের অনেক সুবিধাই মিলবে এ স্মার্টওয়াচে। দুটি ক্যামেরার মধ্যে একটিতে ১০৮০পি অটোফোকাসের ক্যামেরা রয়েছে। যার সাহায্যে ছবি ও ভিডিও রেকর্ড করা যাবে।

এদিকে সেলুলার কানেক্টিভিটি ব্যবহার করে ওই স্মার্টওয়াচ থেকেই নাকি ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করা যাবে।

আগামী বছরের শুরুর দিকে বা মাঝামাঝি স্মার্টওয়াচটি বাজারে আনবে ফেসবুক। প্রথমে যুক্তরাষ্ট্রে এবং পরে অন্যান্য দেশে বাজারজাত করা হবে।

ফেসবুকের তৈরি এ স্মার্টওয়াচটি সম্পর্কে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ। স্মার্টওয়াচ তৈরির সঙ্গে জড়িত বেশ কয়েকটি গোপন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

তবে ফেসবুকের তৈরি স্মার্টওয়াচ যে বিশ্বব্যাপী ভক্তদের মাঝে কৌতূহল সৃষ্টি করবে তাতে সন্দেহ নেই।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...