chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, শতাধিক শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরো তিনজন।

এসময় নতুন করে শনাক্ত হয়েছে ১০৭ জনের।
আজ বুধবার (১৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৭টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৬০ জন এবং বিভিন্ন উপজেলার ৪৭ জন রয়েছেন।

জানা গেছে, উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে আনোয়ারায় ২ জন, পটিয়া ও চন্দনাইশে ১ জন করে, রাঙ্গুনিয়ার ৮ জন, রাউজানের ৭ জন, বোয়ালখালীর ৪ জন, হাটহাজারীর ১২ জন, সীতাকুণ্ডের ৯ জন ও মিরসরাইয়ে ৩ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ২৯৭ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৩ হাজার ৬৯১ জন, বিভিন্ন উপজেলার ১১ হাজার ৬০৬ জন রয়েছেন।

করোনা মৃত তিনজনের মধ্যে একজন নগরীর বাসিন্দা ও দুজন উপজেলার বাসিন্দা । করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৫৪ জন চট্টগ্রাম নগরীর, বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৯৪ জন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর