chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় অবৈধ দোকান উচ্ছেদ, সরকারি খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি খাস জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ৫টি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

আজ মঙ্গলবার (১৫ জুন) বিকাল ৩ টায় উপজেলার শাহ মোহছেন আউলিয়া রোডের মহাল খাঁন বাজার ও আশপাশের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, বাজারের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শাহ হার্ডওয়্যার নামের একটি দোকান, ভাই ভাই মোটর পার্টস,চায়ের দোকান,পানের দোকান, সিএনজির গ্যারেজসহ মোট ৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়ে নুরুল আবছার নামে এক ব্যবসায়ী বলেন, বাজারের সরকারি খাস জায়গাগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাজারের আওতায় নিয়ে আসতে পারলে আনোয়ারা উপজেলার মধ্য মহাল খাঁন বাজার একটি সুন্দর কাঁচা বাজার হবে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

তিনি বলেন, মহাল খাঁন বাজারে সরকারি খাস জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর