chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে জাল দলিল সৃজনের মামলায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে জাল দলিল সৃজনের অভিযোগে দায়েরকৃত মামলায় নবী আলম (৫০) নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

নবী আলম উপজেলার কধুরখীলের মৃত আলহাজ্ব নুরুল আলমের ছেলে।

সোমবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার কধুরখীল থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক মো.কুদ্দুছ।

তিনি জানান, আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত সিআর মামলার আসামী নবী আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি সৃজিত দলিলে দাতার শনাক্তকারী ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি বোয়ালখালী সাব রেজিষ্ট্রি অফিসে নগরীর মোহরা এলাকার বদরুল কামাল কাদেরীর কধুরখীল এলাকার একটি জায়গা জাল জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ও অন্য এক ব্যক্তিকে বদরুল কামাল কাদেরী সাজিয়ে দলিল সম্পাদন করে একটি চক্র।

বিষয়টি জানতে পেরে ২০১৯ সালের ৩১ মার্চ দলিল গ্রহীতা, লেখক, শনাক্তকারী ও সাক্ষীদের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে মামলা দায়ের করেন বদরুল কামাল কাদেরী।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর