chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এমন হলে ঘরোয়া ক্রিকেটই খেলাব না: পাপন

খেলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া লিগ নিয়ে বিতর্ক বহু আগের। ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব কাণ্ডের পর সে বিতর্ক ডাল-পালা মেলতে শুরু করেছে।

এসব বিতর্কের মাঝে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এমন যদি হয়ে থাকে, তাহলে আমি তো ঘরোয়া ক্রিকেটই খেলাব না। যতক্ষণ না পর্যন্ত এর সমাধান হবে।

‘যদি তাই হয়, তাহলে এই খেলার তো কোনো মানে নেই। যা শুনি, মানুষ যা বলে, যেই খেলায় আগে থেকেই সব ঠিক করা আছে- তাই যদি হয়, তাহলে এই খেলার তো কোনো মানে নেই।’

পাপন বলেন, আগে খেলা বন্ধ করে সমস্যা সমাধান করা হোক। তাও আবার কোভিডের মধ্যে। এত টাকা খরচ করে! কমপক্ষে ১০ লাখ ডলার (৮ কোটি টাকার মতো) বাড়তি খরচ হচ্ছে এই জৈব সুরক্ষাবলয়ের জন্য।

ঢাকা প্রিমিয়ার লিগের দুর্নীতির সন্দেহ দূর করতে বিশেষ কমিটি গঠন করেছে বিসিবি।

তদন্ত কমিটির কাজ নিয়ে বিসিবি সভাপতি জানান, কেউ তো কোনো অভিযোগ করে না। অভিযোগ না দিলে কার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তারপরও আমি বলেছি বিষয়গুলো রেকর্ড করতে। এমন তো নয় যে একজন বলে দিল আর শাস্তি দিয়ে দিলেই হলো।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর