chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

“শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত নেবে না সরকার”

চট্টলার ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবির মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, করোনার পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। তবে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে। একইসঙ্গে নতুন পদ্ধতি বের করার চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী।

রোববার (১৩জুন) জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। স্বপ্ন ফাউন্ডেশন আলোচনার সভার আয়োজন করে।

দীপু মনি বলেন, ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ৩০ শে জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

এসময় শিক্ষার্থীরা স্বাভাবিক পড়াশোনার চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে সি বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, করোনার মহামারীর কারণে গত বছরের এপ্রিল মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। কয়েক দফায় বাড়ানো ছুটিতে বন্ধ রয়েছে দেশের প্রতিষ্ঠানগুলো।

আরকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর