chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ১ কোটি ৩৫ লাখ টাকার খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৩ জুন) সকালে উপজেলার ফুলতলবাজারে পশ্চিম গোমদন্ডী এলাকায় থেকে এসব জমি উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।

জানা গেছে, উপজেলার পশ্চিম গোমদন্ডী মৌজার বিএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৮১৩৯ দাগের ৯ শতক জমি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে যায়। স্থানীয় কয়েকজন ব্যক্তি এসব জমিতে দোকান নির্মাণ করে ভাড়া আদায় করে আসছিল। রবিবার সকালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দোকানগুলো উচ্ছেদ করে।

বোয়ালখালীতে কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
উপজেলা প্রশাসনের উদ্ধার করা খাস জমি।

বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তার বলেন, ফুলতল বাজারে পশ্চিম পাশে  ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৮১৩৯ দাগের ৯ শতক জমি দীর্ঘদিন ধরে বেদখল হওয়ায় সরকারি জমি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর