chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে পাওনাদারের চাপে বিষ খেয়ে দর্জির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ও এনজিও সংস্থার বড় অংকের টাকা নিয়ে দিতে না পারায় বারবার চাপ সৃষ্টি করছিলো পাওনাদাররা। আর এ চাপ সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন সঞ্জিত বড়ুয়া (৫০) নামে এক দর্জি।

আজ শুক্রবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার সময় রাউজান উপজেলার ফতেনগর গ্রামের নিজ বাড়িতেই তিনি আত্মহত্যা করেন।

আত্মহননকারী সঞ্জিত ফতেনগর গ্রামের মৃত হীরেন্দ্র লাল বড়ুয়ার ছেলে। পেশায় একজন দর্জি।

নিহতের ভাতিজা শুভ বড়ুয়া জানান, করোনাকালে তার চাচা কয়েকটি ব্যাংক ও এনজিও সংস্থা বড় অংকের টাকা ঋণ নিয়ে একটি টেইলার্সের দোকান চালু করে।

তবে পুরো বছর লকডাউনে ব্যবসা মন্দা চলায় ঋণের টাকা পরিশোধ করতে তিনি ব্যর্থ হন। এদিকে টাকার জন্য পাওনাদাররা বারবার চাপ দিতে থাকে।

চাপ সহ্য করতে না পেরে তিনি আজ নিজের ঘরে বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, আজ বিকেল সাড়ে ৫টার দিকে রাউজান থেকে বিষাপান করা মধ্যবয়সী এক ব্যাক্তিকে হাসপাতালে আনা হয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর