chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবৈধ পামওয়েলসহ পাঁচ চোরাকারবারী আটক 

নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী থানায় অভিযান চালিয়ে ১৪ হাজার ১২০ লিটার অবৈধ পামওয়েলসহ পাঁচ চোরাকারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ ছাড়া অবৈধ পামওয়েল পরিবহনে ব্যবহৃত দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) দিবাগত রাত চারটায় শিকলবাহা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাকলিয়া থানার বদিউল আলমের (৩০) ছেলে মো. মিজানুর রহমান, ভোলা জেলার বাসিন্দা মো. সেলিমের ছেলে মো. মাকসুদুর রহমান (২৬), পটিয়া উপজেলার হরিণকাইন ইউনিয়নের মৃত কবির আহমেদের ছেলে মো. জানে আলম (৫২), কর্ণফুলী থানার আব্দুল মাবুদের ছেলে মো.তাহের (৩০) ও নগরের বন্দর থানার পশ্চিম ইউনিয়নের বাসিন্দা মো. মঞ্জুর আলম (২৫)।

র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. আবুল আবছার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা এলাকায় অবৈধ চোরাইকৃত পামওয়েল মজুদের খবর পায়। এরপর অভিযান চালিয়ে সেখান থেকে অবৈধ চোরাকারবারীদদের আটক করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ পামওয়েল মজুদ করে বিক্রি করে আসছে বলে জানিয়েছে র্যাব।

আরএস/এমআই