chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেকসহ ৫ মেডিকেলের শিক্ষার্থীরা পাবেন করোনা টিকা

ডেস্ক নিউজ: চীন সরকারের উপহার হিসেবে আসা সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা দেশের বিভিন্ন মেডিকেল, নার্সিং কলেজের শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্টদের দেওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম।

আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে এ কার্যক্রম। সারদেশের ন্যায় চট্টগ্রামের ৫টি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় প্রথম ধাপে চট্টগ্রাম মেডিক্যাল কলেজসহ ৪টি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের দেওয়া হবে টিকা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাড়া অন্যান্য মেডিকেল প্রতিষ্ঠান গুলোর মধ্যে আছে ইনস্টিটিউট অব হেলথ সাইন্স, সাউদার্ন মেডিকেল, মেরিন সিটি মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ।

প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনার পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য চমেকসহ চট্টগ্রামের ৪টি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।

সময় সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে এক ব্রিফিংয়ে স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, চীন সরকারের উপহার দেওয়া পাঁচ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন দিয়ে মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু করেছি।

আমরা চীনের কাছে দেড় কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছি, যা দিয়ে আমরা ৭৫ লাখ মানুষকে টিকা দিতে পারবো।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর