chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : সীতকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নে শাহাবউদ্দীন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ছলিমপুর উকিল পাড়া মো. আরিফ মিয়ার ভাড়াটিয়া শাহাবুদ্দীন গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।

শাহাবুদ্দীন চট্টগ্রামের চন্দনাইশ থানার সাতবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়াডের মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।

ছলিমপুর ইউপি চেয়ারম্যান ছালাউদ্দীন আজিজ জানান, সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

এসএএস/এমআই

Loading...