chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে অসমাপ্ত পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সুপারিশক্রমে বৃহস্পতিবার (১০ জুন) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বর্ষের অসমাপ্ত পরীক্ষাসমূহ শুরু হয়েছে।

চবির তথ্য শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার চবি নৃবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের পরীক্ষা যথারীতি স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী যথারীতি অংশগ্রহণ করেছে।

প্রসঙ্গত, গেল বছর মার্চে দেশে প্রথম করোনা শনাক্ত হলে ওই মাসের মাঝামাঝিতে করোনা সংক্রমণের শঙ্কায় অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে একই বছর ডিসেম্বরের শুরুর দিকে অসমাপ্ত পরীক্ষা নিতে শুরু করে বিভিন্ন বিভাগ।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...