chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুদকের মামলায় কারাগারে কেজিডিসিএলের দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : দুদকের করা মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের (কেজিডিসিএলের) দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০জুন) দুপুরে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।

এর আগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশেনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতে উপস্থাপন করা হয়। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম আদালতের পরিদর্শক (প্রশিকিউশন) ইমরান হোসেন জানান, দুদক সম্মিলিত-১ এর কর্মকর্তা শরীফ উদ্দীন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিযেছেন।

আরকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...