chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লাদাখের আকাশে চীনের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক: লাদাখ সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি পূর্ব লাদাখের আকাশে ২২টি যুদ্ধবিমান নিয়ে মহড়া দিয়েছে চীনা বিমান বাহিনী।

এদিকে ভারত বলছে, চীনের এ কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। খবর ইকোনোমিকস টাইমস।

ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ২১-২২টি যুদ্ধবিমান ভারতের ভূখণ্ডের বিপরীতে পূর্ব লাদাখে মহড়া দিয়েছে। এর মধ্যে জে-১১ ও চীনের তৈরি সুখোই-২৭ ও কয়েকটি জে-১৬ যুদ্ধবিমান ছিল।

সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি চীন এই মহড়া দিয়েছে। ভারত বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে মিগ-২৯ যুদ্ধবিমান নিয়ে লাদাখে ভারতের বিমান বাহিনী নিয়মিত মহড়া দিচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়।

এ ছাড়া ভারতীয় বিমান বাহিনী রাফায়েল যুদ্ধবিমান নিয়ে নিয়মিত মহড়া দিচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর