chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে ফিশিং জাহাজ ডুবি, সব নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী নদীতে ‘এফভি ক্রিস্টাল-৮’ নামে একটি ফিশিং জাহাজ ডুবে গেছে।

আজ বুধবার (৯ জুন) ভোরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এই ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা সব নাবিককে আশপাশে থাকা নৌযানগুলো উদ্ধার করায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাজটি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন ক্রিস্টাল গ্রুপের বলে জানা গেছে।

জাহাজের নাবিকরা জানান, ফিশিং জাহাজটি ড্রাই ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করছিল। রাতে জাহাজের তলাফেটে অথবা বুস দিয়ে পানি লিক করে জাহাজে পানি ডুকে যায়। জাহাজে পানি দেখতে পেয়ে জাহাজে থাকা নাবিকরা চিৎকার করলে আশেপাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। এক পর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মো. হাবিবুর রহমান বলেন, ফিশিং জাহাজ ডুবির খবর পেয়ে আমাদের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওরা আসলে বিস্তারিত জানাতে পারব।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...