chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোতোয়ালীতে ৪৫টি চোরাই মোবাইলসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৪৫টি চোরাই মোবাইল ফোনসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (৭ জুন) রাতে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে চোরাই ফোনসহ হাতেনাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. সুমন (২৯), মো. সাখাওয়াত হোসেন বাহার (৪০), মো. রাসেল (২৬), মো. রফিকুল ইসলাম (৩৩), মো. শাহ আলম (৩০) ও মো. মাসুম (৩২)।

তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন।

তিনি বলেন, তাদের কাছে গোপন তথ্য ছিল নগরীর নতুন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের সামনে রাস্তার পাশে ফুটপাতের উপর কয়েকজন চোরাই মোবাইল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন খবরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। এরমধ্যে সুমনের হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ১১টি, সাখাওয়াতের কাছ থেকে ১৩টি, রাসেলের থেকে ৭টি, রফিকুলের কাছ থেকে ৭টি, শাহ আলমের কাছ থেকে ৫টি এবং মো. মাসুমের কাছ থেকে ২টিসহ মোট ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

আটক ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...