chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘ফেরাউন-খলিফারাও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারে নাই’

ডেস্ক নিউজ: ফেরাউন ও খলিফারাও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারে নাই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ মঙ্গলবার একনেকের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

একনেকে ‘বিপিএটিসি’র প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদনের বিষয়ে আলোচনা করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমলাতন্ত্র মন্দ নয়, ভালো। আমলাতন্ত্রের কোনো বিকল্পও তো নাই। কেউ বিকল্প বের করতে পারে নাই।

‘সোভিয়েতরা বের করতে পারে নাই, চীনারাও বের করতে পারে নাই, ফেরাউনও পারে নাই, খলিফারাও পারে নাই। সেই মহান আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে।’

তিনি বলেন, সেই মহান আমলাতন্ত্রের জন্য তাদের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সাভারে বিপিএটিসি, এটাকে আধুনিকায়ন, সংস্কার, প্রশস্ত সবকিছু করব।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি নিজেও এক সময় ছোটখাটো আমলা ছিলাম। মনেপ্রাণে এখনও বড় আমলা আছি। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে। কাজেই আমলাতন্ত্রের এই প্রকল্প পাস হয়েছে আজকে।’

একনেক বৈঠকে আজ ১০টি প্রকল্পের অনুমোদন হয়েছে। এরমধ্যে রয়েছে- বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী জানান, সরকারি কর্মকর্তাদের ১-২ মাসের প্রশিক্ষণ না দিয়ে ১০ মাসের বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর