chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সারাদেশে ট্রেন চলাচল সীমিত, বন্ধ নৌ চলাচল 

মরণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে।  ২৬ মার্চ থেকে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করা হবে বলে জানা গেছে। সে হিসেবে ২৬ মার্চ থেকে দেশের সব ট্রেন চলাচল বন্ধ।

রেল দফতর থেকে ঘোষণা আসার পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে এসব ট্রেন বন্ধ করে রেলওয়ে পূর্বাঞ্চল।

এদিকে আজ বিকেল থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা বিআইডব্লিউটিএ। যার ফলে দেশের দক্ষিণাঞ্চলের সাথে বন্ধ থাকবে নৌ যোগাযোগ।

ইতোমধ্যে বাংলাদেশে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ জন।   মারা গেছে তিন জন এবং আরোগ্য লাভ করেছে পাঁচ জন।

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১৬ হাজার ৫৫৯। আক্রান্ত ৩ লক্ষ ৮১ হাজার ৬২০ জন এবং আরোগ্য লাভ করেছে ১ লক্ষ ১ হাজার ৮০৬ জন।

এই বিভাগের আরও খবর