chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত, জলজটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আকাশ ভোর থেকে মেঘাচ্ছন্না থাকলেও সকাল সাড়ে ৮ টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়। যা সকাল ৯ টা থেকে ভারী বর্ষণে রূপ নেয়। এতে নগরীর অধিকাংশ এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে। ফলে ঘর থেকে বের হওয়া মানুষজনকে পড়তে হয়েছে ভোগান্তিতে। অনেক চাকরিজীবীকে কাকভেজা হয়েই কর্মস্থলে যেতে হয়েছে চাকরিজীবীদের।

আজ রবিবার (৬ জুন) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সাড়ে ১১ টায় এই রিপোর্টি লিখা পর্যন্ত অব্যাহত রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, প্রাক মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। তবে তা থেমে থেমে হবে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হবে।

এদিকে চাক্তাই খাল ও হিজড়া খাল পুরোপুরি পরিষ্কার না হওয়ায় বৃষ্টির পানি আশপাশের ঘর-বাড়িতে উঠে গেছে। জলাবদ্ধতা নিরসনে সিডিএ’র অধীনে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের অধীনে নগরের বিভিন্ন খালে বাঁধ দেওয়া হয়েছে, যা এখন জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর