chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এলো ভারতীয় পেঁয়াজ, কমবে দাম

ডেস্ক নিউজ : ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চারটি ট্রাকে ৯৫ টন পেঁয়াজ এসেছে।

এক মাস চার দিন পর বৃহস্পতিবার (৩ জুন) বিকালে এ পেঁয়াজ আসে।
এতে দেশের বাজারে দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেছেন, আশা করা হচ্ছে প্রতিকেজি পেঁয়াজ ৩৪-৩৫ টাকা বিক্রি করা যাবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, সরকার নতুন করে আইপি (ইমপোর্ট পারমিট) না দেওয়ায় গত ২৯ এপ্রিল থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
শুধু দেশী পেঁয়াজ দিয়ে চাহিদা মেটানো সম্ভব নয়। তাই তারা আইপি চেয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করে।

কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি। ফলে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় গত কয়েক দিনে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম।
কোরবানির ঈদ সামনে রেখে দেশে পেঁয়াজের ব্যাপক চাহিদার কথা বিবেচনায় এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দেওয়া হয়। সে অনুযায়ী বুধবার (২ জুন) আবেদন গ্রহণ করা হয়। আইপি ইস্যু করে তারা পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পান।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে এক মাসের বেশি পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। বৃহস্পতিবার বিকালে ৯৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর