chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের সাথে ড্র করল বাংলাদেশ

খেলা ডেস্ক: কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচে আফগানিস্তানের সাথে ড্র করেছে বাংলাদেশ। জসিম বিন হামাদ স্টেডিয়ামে পিছিয়ে পড়া ম্যাচে তপু বর্মনের গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ারা

এ ড্রয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্টের দেখা পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

আজকের ম্যাচে গোলরক্ষক আনিসুর রহমান জিকো বেশ কয়েকটি পরীক্ষায় সফলভাবে উতরে গেছেন। ফলে প্রথমার্ধে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খেয়ে বসে বাংলাদেশ। ৪৮ মিনিটের মাথায় ডানদিক থেকে সতীর্থের নিখুঁত ক্রস থেকে কোনাকুনি শটে গোলরক্ষক জিকোকে পরাস্ত করেন আফগানিস্তানের আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরীফি।

গোল শোধে মরিয়া বাংলাদেশ ৫৫ মিনিটের পর পাঁচ মিনিটের মধ্যে কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু আফগান রক্ষণকে আটকে যায় সে প্রচেষ্টাগুলো।

এরপর আফগানিস্তানের আক্রমণগুলোও দক্ষতার সঙ্গে আটকেছে বাংলাদেশের রক্ষণ। ৮০ মিনিটে সমতায় ফেরার সেরা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু আবদুল্লাহর সামনে থেকে নেয়া জোরালো শট আটকে দেন আফগান গোলরক্ষক।

তবে ৮৪ মিনিটে রিয়াদুল হাসান রাফির হেড বক্সের একদম মাঝখানে পেয়ে চোখের পলকে চমৎকার ফিনিশিং গোল করেন তপু বর্মন।

সমতায় ফেরার পর বেশ কয়েকটি গোছানো আক্রমণ করেছে বাংলাদেশ। ম্যাচের শেষ দশ মিনিটে তাই উত্তেজনাও ছিল পারদে। তবে শেষ পর্যন্ত জয়টা আর পাওয়া হয়নি বাংলাদেশের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর