chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৈঠা হাতে ৪১ বছর পার রহমান মাঝির

রহমান মাঝি কর্ণফুলী নদীতে খেয়া বেয়ে পার করেছেন দীর্ঘ ৪১ বছর। তার বয়স এখন ৭৬। শরীরজুড়ে বার্ধক্যের ছাপ। তবুও এক মুহুর্তের জন্যও ছাড়েনি বৈঠা। কর্ণফুলী নদীতে নৌকা বেয়ে চলে তার জীবন-জীবিকা। দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি গ্রামের যোগাযোগের অন্যতম মাধ্যম এই নৌকা। কালের বিবর্তনে হারাতে বসেছে এসব খেয়া।

বৈঠা হাতে ৪১ বছর পার রহমান মাঝির
আলোকচিত্রী এম ফয়সাল এলাহী

কর্ণফুলীসহ চট্টগ্রামের অনেক নদীতে এখনো চোখে পড়ে ঐতিহ্যবাহী বৈঠা নৌকায় ভ্রমণের দৃশ্য। নদী পারাপারেও ব্যবহৃত হয় এসব নৌকা।

বৃহস্পতিবার জ্যৈষ্ঠের ভর দুপুরে ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট থেকে কর্ণফুলী নদী পারাপারে সময় বৈঠা নৌকায় চলাচল করতে দেখা যায়।

এই বিভাগের আরও খবর
Loading...