chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রয়েল বাংলা সুইটসকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: র্যাবের অভিযানে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন করাসহ বিভিন্ন অপরাধ ধরা পড়ায় মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে নগরীর এনায়েত বাজারস্থ রয়েল বাংলা সুইটসকে।

মঙ্গলবার (১ জুন) র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ’র নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অপরাধ ধরা পড়ে।

এরমধ্যে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন, পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া মোড়কজাত করে বিক্রি করায় ১ লাখ টাকা এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ১ লাখ টাকা, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আরো ৪ লাখ টাকাসহ মোট ৬ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অন্যদিকে একই এলাকায় পৃথক অপর অভিযানে তোফা ফুডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তাছাড়া দক্ষিণ পতেঙ্গার ওভেন ফ্রেশকেও ২ লাখ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

অভিযানে র‍্যাব-৭ (সিপিএসসি) এর কর্মকর্তা এবং বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) তারেক রহমান ও পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান অংশ নেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর