chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাচাতো বোনের সাথে বাগদান সেরেছেন বাবর আজম!

খেলা ডেস্ক: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি নেই।

সম্প্রতি শোনা গেছে, বাবর আজম নাকি বাগদান সেরে তবেই পা রেখেছেন সংযুক্ত আরব আমিরাতে। বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামী বছর।

বাবরকে অবশ্য পাত্রী খুঁজতে ঘাম ঝরাতে হয়নি। পাকিস্তান অধিনায়ক যে বিয়ে করছেন তারই চাচাতো বোনকে! দুই পরিবারের সম্মতিতেই সবকিছু ঠিকঠাক হয়েছে।

বাবর আবার বিয়ে-শাদীর ব্যাপারটি গোপনই রাখতে চেয়েছিলেন। কিন্তু এমন খবর কি আর গোপন রয়! ‘জিও নিউজ উর্দু’ জানিয়েছে, বাবরের বাগদান সম্পর্কে ঠিকই ওয়াকিবহাল আছেন তার সতীর্থ ও বন্ধুরা।

মজার ব্যাপার হলো, পাকিস্তান দলের বর্ষীয়ান ক্রিকেটার আজহার আলি সম্প্রতি টুইটারে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিলেন। যেখানে এক ভক্ত বর্তমান অধিনায়ক বাবর সম্পর্কে কিছু বলতে বলেন আজহারকে। আজহার বাবরকে উদ্দেশ্য করে মজা করে উত্তর দেন, ‘বিয়ে করে নাও।’

বোঝাই যাচ্ছে, আজহার হয়তো ব্যাপারটি আগে থেকেই জানেন। তাই ভক্তের সঙ্গে এমন মজার ছলে উত্তর দিয়েছেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...