chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে ​পাহাড় কাটার দায়ে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: নগরীতে ​পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ সরকারি কলোনি কেজি স্কুলের পেছন থেকে ​পাহাড় কাটার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মিলন হোসেন (৩৫)। তিনি পাবনা জেলার চাটমোহর থানার বোয়ালমারি এলাকার মৃত রওশন আলীরে ছেলে। তিনি বর্তমানে আরফিন নগর মসজিদের পাশে থাকেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলে, আরেফিন নগর জোহরা একাডেমি নামক স্কুলের পাহাড়ে কিছু লোকজন ঘর নির্মাণের জন্য পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে মিলন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় পুলিশ দেখে মাটি কাটাতে থাকা ৪-৫ জন পালিয়ে যায়। গ্রেপ্তার মিলনের বিরুেদ্ধে পাহাড় কাটা, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর