chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাত্র ৮ মিনিটে ফুল চার্জ হবে স্মার্টফোন!

প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের জগতে দারুণ সব প্রযুক্তির ব্যবহার করছে জনপ্রিয় চীনা প্রতিষ্ঠান শাওমি। তারা এবার স্মার্টফোনে দ্রুততম সময়ের মধ্যে শূন্য থেকে শতভাগ চার্জ করার রেকর্ড অর্জনের দাবি করছে।

শাওমি জানিয়েছে, দ্রুততম সময়ে শূন্য থেকে শতভাগ চার্জ হবে স্মার্টফোন। চার্জিং কেবল ও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি দুটির ক্ষেত্রেই এমন দাবি করেছে তারা।

সোমবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য জানায় শাওমি।

৪ হাজার মিলি অ্যাম্পিয়ারের ‘মি ১১ প্রো’ মডেলের স্মার্টফোনের ওপর পরীক্ষা চালিয়েছে শাওমি। ২০০ ওয়াটের ‘হাইপারচার্জ’ সিস্টেমে স্মার্টফোনটি পূর্ণ চার্জ হতে সময় নিয়েছে ৮ মিনিটের কাছাকাছি।

আর ১২০ ওয়াটের তারহীন চার্জিং ব্যবস্থায় সময় লেগেছে ১৫ মিনিটের মতো।

বছর দুয়েক আগে ১০০ ওয়াট চার্জিং সিস্টেমে ১৭ মিনিটে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পূর্ণ চার্জ করার ঘোষণা দিয়েছিল শাওমি।

তবে গত বছর ‘মি ১০’ আলট্রা বাজারে এলে দেখা গেল সেটি ১২০ ওয়াটে পূর্ণ চার্জ হতে ২৩ মিনিট সময় নিচ্ছে। অবশ্য সে স্মার্টফোন কিছুটা বড়, সাড়ে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল তাতে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর