chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  খাদ্য সামগ্রী পৌঁছে দিল নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে সন্দ্বীপ উপজেলায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত দের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ সোমবার (৩১ মে) দুপুরে উপজেলায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ  ক্ষতিগ্রস্ত ৩৭০ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, চিড়া, মুড়ি,  বিশুদ্ধ পানি, মোমবাতি ও ম্যাচ বক্স বিতরণ করে বাংলাদেশ নৌবাহিনী।

এছাড়া ভোলা জেলার মনপূরা উপজেলার চর নিজাম উদ্দিন এ বসবাসকারী ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে অনুরূপ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়  বাংলাদেশ নৌবাহিনী।

উল্লেখ্য, দেশের উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর মোতায়নকৃত সকল কন্টিনজেন্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মাঝে খাদ্য সহায়তা প্রদানের কর্যক্রম চলমান রেখেছে পাশাপাশি জনস্বার্থে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান কর যাচ্ছে।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর