chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাল বুনে অলস সময় পার জেলেদের

ডেস্ক নিউজ: চট্টগ্রাম নগরীর আকমল আলী রোড বেড়িবাঁধ জেলে পাড়ায় জাল বুনে অলস সময় পার করছেন জেলেরা

‘আঁরা চাঁটগাইয়া নওজোয়ান/দইজ্জার কুলত বসত গরি আরা/ সিনাদি ঠেগাই জড়-তোঁয়ান’।উল্লিখিত গানের কথার মতো প্রতিনিয়ত নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেই সমুদ্রে ঠিকে থাকতে হয় জেলেদের। সমুদ্রে মাছ ধরাই এসব জেলেদের বেঁচে থাকার অবলম্বন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিরুপ আওহাওয়ার মাঝেও সমুদ্রে যেতে হয়। সমুদ্রে প্রতি মুহূর্তে জীবনকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে হয়। কপাল ভালো হলে ছেলে সন্তানে মুখ দেখার সুযোগ হয়। কখনো সাগর জলেই হয় তাদের সলিল সমাধি। সবকিছুর পরও সমুদ্রই তাদের একমাত্র অবলম্বন। গভীর সমুদ্রের নীল জলরাশিই তাদের প্রতিদিনে সঙ্গী। ছবিটি পতেঙ্গা জেলে পাড়া থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী

গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মৎস্য আহরণ ও বিতরণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

করোনার মধ্যে ৬৫ দিনের এ নিষেধাজ্ঞায় সাগরে যেতে না পেরে ছেঁড়া জাল ঠিক করে অলস সময় কাটাচ্ছেন জেলেরা।

এই বিভাগের আরও খবর
Loading...