chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কানাডায় স্কুলের নিচে গণকবর, লজ্জাজনক অধ্যায় বললেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ কানাডার একটি সাবেক আদিবাসী স্কুলের নিচে বিশাল গণকবরের সন্ধান পাওয়া গেছে। অন্তত ২১৫টি শিশুর দেহাবশেষ। মিলেছে ওই গণকবরে। খবর বিবিসির।

খবর অনুযায়ী, এসব শিশু ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী ছিল। স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ করে দেয়া হয়।

স্কুলটির জায়গায় গণকবর পাওয়ার তথ্য প্রথমবার প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এটিকে ‘দেশের ইতিহাসের একটি লজ্জাজনক অধ্যায়’ বলে মন্তব্য করেছেন।

কামলুপস এলাকায় রেড ইন্ডিয়ান বিভিন্ন গোত্রের বসবাস রয়েছে। মরদেহ উদ্ধার করা শিশুদের সবাই সেখানকার টিকেমলুপস টে সেকওয়েপেমেক গোত্রভুক্ত বলে জানিয়েছেন সেই গোত্রের বর্তমান প্রধান রোসান্নে ক্যাসিমির।

এক বিবৃতিতে তিনি জানান, ঘটনাটি দুর্ভাগ্যজনক। এটি কল্পনা করতেও গা শিউরে ওঠে। আরো দুঃখজনক হলো, এ ধরনের ঘটনাগুলো কোথাও লিপিবদ্ধ নেই।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর