chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দলের ভালোর জন্য শেষদিকে ব্যাটিং করতেও রাজি সাকিব

খেলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়ে ঢাকা প্রিমিয়ার লিগের গত দলবদলে ছিলেন না তিনি।

এবার সেই দলবদলে লিগ হলেও মুক্ত সাকিবকে টেনে নিয়েছে মোহামেডান। তার কাঁধে অধিনায়কত্বের গুরুদায়িত্বও অর্পিত হয়েছে। আজ (২৯ মে) স্থানীয় এক হোটেলে অধিনায়ক ঘোষণা আর জার্সি উম্মোচন অনুষ্ঠানের মধ্যমণিও ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাদা-কালো জার্সিধারী দলের অধিনায়ক হয়ে সাকিব মোহামেডানকে সাফল্য উপহার দিতে চান। লক্ষ্য ও পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘টার্গেট তো অবশ্যই থাকবে যেন তালিকার ওপরে থাকতে পারি।’

কিন্তু সাকিব মানছেন, লিগটা যেহেতু অনেক বড়, এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। সে কারণেই অধিনায়ক সাকিবের প্রথম লক্ষ্য- প্রথম ম্যাচ জয়।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি প্রথম ম্যাচেই ধারাবাহিকতাটা পেয়ে যাই এবং এটা ধরে রাখতে পারি তাহলে ভালো হয়।’

সাকিব বলেন, ‘এখানে বড় দল ছোট দল খুব একটা পার্থক্য রাখে না। দিনে যে ভালো খেলবে, সেই জিতবে। সেই জায়গা থেকে ধারাবাহিকতা পাওয়া খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে আমরা যেন প্রথম ম্যাচেই ধারাবাহিকতা পেয়ে যাই এবং সেটা ধরে রাখতে পারি।’

মাঝে মোহামেডান একদমই সাফল্য পায়নি। সেটাকে হতাশার মন্তব্য করে সাকিব বলেন, ‘অবশ্যই মোহামেডানের মতো ক্লাবের জন্য সেটা হতাশাজনক ব্যাপার।’

মোহামেডানের প্রথম ম্যাচটির দিকে তাকিয়ে আছেন অগণিত সমর্থক। সেটা সাকিবও ভালো করেই জানেন। তাই জয়ের মানসিকতা নিয়েই দলকে এগিয়ে নিতে চান তিনি।

সাকিবের ভাষায়, ‘আমি নিশ্চিত আমি না শুধু, ক্লাবের যত সমর্থক আছে, কর্মকর্তারা আছে; তারা সবাই ওই ম্যাচটি নিয়ে আগ্রহে আছে। কিন্তু ক্রিকেটারদের কাছে গুরুত্বপূর্ণ হলো প্রতি ম্যাচে ২টি করে পয়েন্ট। সেটা আমি আবাহনীর সাথে খেলছি নাকি পারটেক্সের সাথে, বিষয় নয়। আমাদের টার্গেট হলো ২টি পয়েন্ট। আমরা এই মানসিকতাটা সবসময় রাখতে চাই।’

জাতীয় দলে নিয়মিতই পজিশন বদল হচ্ছে। তিন নম্বরে খেলে ওয়ানডে বিশ্বকাপ মাতিয়েছিলেন। মাঝে তরুণদের সুযোগ দিতে নিচে নেমে যান। আবারও তিন নম্বর পজিশনে ফিরেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। মোহামেডানের হয়ে তিনি কত নম্বরে ব্যাট করবেন?

সাকিবের সোজাসাপ্টা জবাব, ‘আসলে দলের জন্য যেটা ভালো হয়, সেখানেই খেলব আমি। দলের জন্য তিন-চার-পাঁচ-ছয় বা শেষদিকে ব্যাটিং পেলেও আমার কোনো সমস্যা নেই।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর