chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ড.অনুপম সেনের স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানালেন নওফেল

ডেস্ক নিউজ: একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে তাঁর বাসভবনে ছুটে গেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের বাসভবনে গিয়ে দেখা করেন নওফেল।

এসময় তাঁর স্ত্রী শ্রীমতী উমা সেনগুপ্তার পরলোকগমনে শোকসন্তপ্ত পরিবারে সদস্যদের গভীর শোক ও সমবেদনা জানান। এসময় প্রয়াত উমা সেনগুপ্তের কন্যা শ্রীমতী ইন্দ্রাণী সেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ই মে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ড. অনুপম সেনের সহধর্মিণী শ্রীমতী উমা সেনগুপ্তা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত শ্রীমতী উমা সেনগুপ্তার পিতা স্বর্গীয় বিপ্লবী শ্রী সুবোধ বল। তিনি বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা ছিলেন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ও জালালাবাদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

তাঁর দুই ভ্রাতা টেগরা বল ও প্রভাস বল জালালাবাদ যুদ্ধে শহীদ হন। তাঁর বড় ভাই লোকনাথ বল এই যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর