chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে

ডেস্ক নিউজ: আগামীকাল (২৮ মে) দুপুর থেকে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। প্রথম সাবমেরিন ক্যাবলের রুট প্রতিস্থাপন কাজের জন্য এ বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

প্রতিষ্ঠানর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডাব্লিউই-৪ এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৮ মে এই সাময়িক অসুবিধায় পড়তে পারে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা।

সাবমেরিন ক্যাবলের বর্তমান ভূগর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করা হবে সেদিন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রথম সাবমেরিন ক্যাবলের রুট প্রতিস্থাপনের কাজ চলবে। এ সময় এই ক্যাবলের সেবা পুরোপুরি বন্ধ থাকবে।

তবে এসইএ-এমই-ডাব্লিউই-৫ দ্বিতীয় সাবমেরিন কেবল ও ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটরের সার্কিটগুলো চালু থাকবে। ফলে গ্রাহকদের খুব একটা অসুবিধা পোহাতে হবে না বলেও আশা প্রকাশ করেন তারা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর