chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘সাকিব ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান, এটা কোন কৌতুক না’

খেলা ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে রীতিমতো ব্যর্থ বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এতে চিন্তার কিছু দেখছেন না মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহর মতে, সাকিব নিজের খেলাটা খুব ভালো বোঝেন। তাই এ নিয়ে চিন্তার কিছু নেই। তিনি আশাবাদী, শুক্রবার সিরিজের শেষ ম্যাচে সাকিবের ব্যাট থেকে রান আসবে।

বৃহস্পতিবার দলের অনুশীলনে ফাঁকে মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিবকে নিয়ে বলার কিছু নেই। সে তার নিজের খেলা জানে, ও জানে কখন কী করা প্রয়োজন। একটা ছেলে ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে আছে, এটা কোন কৌতুক না।’

বাংলাদেশ দলের এই সিনিয়র ক্রিকেটারের ভাষ্য, ‘সাকিব জানে ওর ব্যাটিং কখন করা প্রয়োজন, কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভাল হবে। হয়তোবা প্রথম ম্যাচে ভাল একটা শুরু পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। কিন্তু আমি খুবই নিশ্চিত যে কালকের ম্যাচে ভাল ইনিংস খেলবে।’

সাকিব রান না পেলেও, দুই ম্যাচেই দলের হাল ধরেছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে ৯৯ রানে ৪ উইকেট পতনের পর মুশফিকুর রহীমের সঙ্গে গড়েন ১০৯ রানের জুটি। পরেরটিতে ৭৪ রানের ৪ উইকেট পড়ার মুশফিক-মাহমুদউল্লাহর জুটিতে আসে ৮৭ রান।

এর পেছনের রহস্যের ব্যাপারে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আল্লাহই ভাল জানেন। আলহামদুলিল্লাহ আমাদের জুটিগুলো ভালই হচ্ছে। চেষ্টা করব যেন আমরা দুজন আরো অবদান রাখতে পারি।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর