chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড়তলীতে শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: নগরীর পাহাড়তলী থানা এলাকার একটি মাদ্রাসায় দুই শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আজিজুর রহমান আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগের সূত্র ধরে গতকাল বুধবার (২৬ মে) রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষক আজিজুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেফতার আজিজুর রহমান আজিজ কক্সবাজার জেলার উখিয়া পালংখালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। বর্তমানে নগরীর পাহাড়তলী আলী নগরের দারুস সুন্নাহ আল ইসলামীয়া (হেফজ/নুরানী) মাদ্রাসার শিক্ষক।

গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম। তিনি বলেন, শিক্ষক আজিজ নিজেকে হাফেজ পরিচয়ে মাদ্রাসায় অধ্যায়রত শিশুদের ইহকাল ও পরকালের বিভিন্ন ইসলামী ফতুয়া দিয়ে এবং ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছিল।

তার বিরুদ্ধে মাদ্রাসায় অধ্যায়নরত দুই শিশুর অভিভাবক অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের সূত্র ধরে গতকাল রাতে ওই মাদ্রাসা থেকে আজিজকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, আজিজকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর