chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ বিশ্ব আবহাওয়া দিবস

আজ ২৩ মার্চ। বিশ্ব আবহাওয়া দিবস। এবারের প্রতিপাদ্য ‘ক্লাইমেট অ্যান্ড ওয়াটার’। অর্থাৎ জলবায়ু ও পানি।

আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, করোনার কারণে এবার প্রতিটি আবহাওয়া অফিসের গৃহীত কার্যক্রম সীমিত করা হয়েছে। ঘরোয়াভাবে তারা দিবসটি উদযাপন করছেন।

প্রতি বছর সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। দিবসটি উদযাপনের জন্য বিশ্ব আবহাওয়া সংস্থা কর্তক প্রতিবছর একটি সময়োপযোগী বিষয়কে প্রতিপাদ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে। এ বছর বিশ্ব আবহাওয়া সংস্থা কর্তৃক নির্ধারিত প্রতিপাদ্য বিষয় হলো ক্লাইমেট অ্যান্ড ওয়াটার। অর্থাৎ জলবায়ু এবং পানি।

এদিকে, দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাব মোকাবিলায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্ভরযোগ্য আবহাওয়া এবং জলবায়ুর পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

দৈনন্দিন আবহাওয়া বার্তা জনসাধারণের নিকট পৌঁছে দিতে বিএমডি অ্যাপস চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা প্রদানে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

এই বিভাগের আরও খবর