chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোভিড ১৯ ভাইরাসের উৎস সম্পর্কে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি বাইডেনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট জো বাইডেন চীনে প্রথম কোভিড ১৯-ভাইরাস প্রাণী থেকে নাকি একটি ল্যাবরেটরির দুর্ঘটনা থেকে ছড়িয়ে পড়েছে, সে বিষয় আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জো বাইডেন বলেন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য তাদের দ্বিগুণ প্রচেষ্টা চালানো উচিত, যা আমাদের একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তের কাছাকাছি নিয়ে আসতে পারে এবং এ ব্যাপারে তিনি ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

বাইডেনের মতে গত বছর বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য প্রাণী অথবা ল্যাবরেটরি দুর্ঘটনা দুটি সম্ভাব্য উৎস। এই ভাইরাসে বিশ্বে ৩৪ লাখের বেশী লোকের মৃত্যু হয়েছে।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর