chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরে ১২ নাবিককে উদ্ধার করলো বিমানবাহিনীর হেলিকপ্টার

ডেস্ক নিউজ: উত্তাল বঙ্গোপসাগরে বিপদে পড়া পাথর বোঝাই জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ বিমানবাহিনীর দুইটি ‘এডব্লিউ-১৩৯’ হেলিকপ্টার।

বুধবার (২৬ মে) বিকালে পৌনে ৩টার দিকে পতেঙ্গার ভাসানচর এলাকার এমভি সানভ্যালি নামের জাহাজ থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রামের পতেঙ্গার বিমানবাহিনীর সার্জেন্ট জহুরুল হক ঘাঁটিতে নিয়ে আসা হয়।

বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর কাছে খবর পেয়ে ঢাকার তেজগাঁও থেকে বিমানবাহিনীর ১০৯ সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিটের গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মো. মান্নাফির নেতৃত্বে হেলিকপ্টার দুটি বেলা দেড়টার দিকে দুর্ঘটনাকবলিত জাহাজটি শনাক্ত করতে সক্ষম হয়। এরপর ১২ নাবিককে বৈরী আবহাওয়ার মধ্যেও সফলতার সঙ্গে উদ্ধার করে আনা হয়।

ঘাঁটিতে এনে ১২ নাবিকের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একজনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। সবাইকে ওষুধপত্র ও খাবার দেওয়া হয়।

বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুল আলম গণমাধ্যমকে জানান, জাহাজটির মালিককে খবর দেওয়া হয়েছে। শিগগির মালিকের প্রতিনিধির কাছে নাবিকদের হস্তান্তর করা হবে।

ইনি/চখ/এমআই

এই বিভাগের আরও খবর